নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নতুন করে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, কাউন্সিলর বনরাজ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ ৫ কর্মকর্তা কর্মচারী এবং ৩ পুলিশ সদস্যসহ মোট ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩২৩ জন।
এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২০৫ জন। মৃত্যুবরন করেছেন ৬ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৪৩৪ জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ-মোর্শেদ শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় পৌর মেয়র মোঃ ও অন্য ৫ কর্মকর্তা কর্মচারী, ৩ পুলিশ সদস্য সহ ৪৬জন, রানীনগর উপজেলায় ২জন, আত্রাই উপজেলায় ১জন, মহাদেবপুর উপজেলায় ১৪জন, মান্দা উপজেলায় ৬জন, বদলগাছি উপজেলায় ৫জন, পত্নীতলা উপজেলায় ২জন, ধামইরহাট উপজেলায় ৩জন, সাপাহার উপজেলায় ১জন এবং পোরশা উপজেলায় ৩জন।