রায়হান আলম, নওগাঁ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের সহযোগীতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসময় ভিড়িও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস, উপ-সচিব ড. সৌরেন্দ্র নাথ সাহা, , হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব বিষ্ণু কুমার সরকার, বাবু তপন কুমার সেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও গণপতি রায়, নওগাঁ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহকারী প্রকল্প পরিচালক সাথী মজুমদারসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দরা উপস্থিত যুক্ত ছিলেন।