নওগাঁয় বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে প্রনোদনা রোপা আমন ধানের চারা বিতরন


নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে প্রনোদনা সহায়তা নাবী জাতের (বিআর-২২) রোপা আমন ধানের চারা বিতরন করা হয়েছে। 

 এতে প্রধান অতিথি হিসাবে বিতরন করেন, জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল ওয়াদুদ, সদর উপজেলা কৃষি অফিসার মফিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নাবী জাতের ধানের চারা বিতরন করেন।