
রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসে সামনে ঘন্টাকাল ব্যাপী এই ঘেরাও (মানব বন্ধন) কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাম গনতান্ত্রিক জোটের সমন্বয় এ্যাড. মহসীন রেজা।
বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি প্রদ্যুত ফৌজদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক আলীমুর রেজা রানা, বাসদ নেতা কালিপদ সরকার, সিপিবি নেতা মমিনুল ইসলাম স্বপন প্রমূখ। পরে সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।