
সে, বাবা মা, স্ত্রী, ২ কন্যা আত্নীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। বাদ জোহর হাসপাতাল চত্বরে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে। জানাজায় আতœীয় স্বজন, দলীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছেন, জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন আহমেদ ও এ্যাড: রফিকুল আলম, পৌর মেয়র ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ নাজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও পৌর বিএনপির আহবায়ক শেখ আব্দুস শুকুরসহ জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।