নওগাঁয় ৩২৪০ মেট্রিক টন চাল এবং ২ কোটি ১৩ লক্ষ ৩৫ হাজার নগদ টাকা সহযোগিতা বিতরন


নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় করোনা ভাইরাসে কর্মহীন, দু:স্থ অসহায় মানুষের মধ্যে সরকারী ভাবে পর্যাপ্ত খাদ্য এবং নগদ অর্থ বিতরন করা হয়েছে। এ ছাড়াও জেলায় সরকারী গুদাম এবং বেসরকারী মিলার ও ব্যবসায়ীদের নিকট পর্যাপ্ত খাদ্য শষ্য মুজদ রয়েছে। 
জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন শুরু থেকে এ পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ২ লক্ষ ৮শত পরিবারের মধ্যে ৩ হাজার ২৪০ মেট্রিক টন খাদ্য বিতরন করা হয়েছে। অপরদিকে ২ লক্ষ ৮ হাজার ৫১৪ পরিবারের মধ্যে নগদ ২ কোটি ১৩ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরন করা হয়েছে।
সুত্র জানিয়েছে জেলার ১৯টি খাদ্য গুদামে ২ কোটি ৩৫ লক্ষ ৩৭ হাজার মেট্রিক টন চাল, ১৯ লক্ষ ৩২ হাজার মেট্রিক টন গম এবং ২৯ লক্ষ ৩৬ হাজার মেট্রিক টন ধান মজুদ রয়েছে। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন জেলায় প্রয়োজনের অতিরিক্ত খাদ্যশষ্য মজুদ রয়েছে।