নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সুমনকে পুনঃবিবেচনার দাবিতে মানব বন্ধন


নওগাঁ প্রতিনিধি :  নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত আনোয়ার হোসেন হেলালের মনোনয়ন বাতিল করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ ওহিদুর রহমানের ছেলে এ্যাড. ওমর ফারুক সুমনের পক্ষে মনোনয়ন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পুনঃবিবেচনার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

 

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় আত্রাই রেলষ্টেশন প্রধান সড়কের পাশে প্রায় ঘন্টাকালব্যাপী এই মানববন্ধনে আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হন।

 

ওমর ফারুক সুমনের পক্ষে দলীয় মনোনয়ন প্রদানের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। তাদের দাবী একটাই, সুমন ভাইয়ের নৌকা চাই।