বিনোদন ডেস্ক: অপ্সরা রানি। নামটার সঙ্গে নিশ্চয়ই ইতিমধ্যেই পরিচয় ঘটেছে। কারণ পরিচালক রামগোপাল ভার্মার নয়া আবিষ্কারই এখন বি-টাউনে উষ্ণতা ছড়াচ্ছেন। নেটিজেনদের চোখ কপালে তুলে দিয়েছেন ওড়িশার এই অভিনেত্রী। এবার তার নগ্ন ফটোশুট রাতের ঘুম কাড়ল অনুরাগীদের।
রামগোপাল ভার্মার আগামী ছবি ‘থ্রিলার’-এ দেখা যাবে এই নতুন মুখকে। তবে ছবির চেয়েও বেশি চর্চায় অভিনেত্রী অপ্সরা ওরফে অঙ্কিতা মহারানা। তার ‘যৌন উদ্রেগকারী’ নীল চোখের চাহনি থেকে কার্লি চুলের অন্ধকারে ডুব দিয়েছেন লাখো পুরুষ।
তবে ছবিতে শুধু অভিনেত্রী নন, নতুন অভিনেতাকেও দেখা যাবে। তিনি রক কাছি। আর এই দু’জনেরই ‘নগ্ন’, হট, সিডাকটিভ ফটোশুটের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ পরিচালক।
যারপর থেকে ‘থ্রিলার’ নিয়ে নেটিজেনদের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়েছে।
এই ছবিটির জন্যই ফটোশুট করেছেন রক-অপ্সরা। যেখানে দেখা যাচ্ছে তাদের গায়ে সুতোটুকু নেই। একে অপরকে উষ্ণ আলিঙ্গনের মধ্যে দিয়েই অনুরাগীদের মনে ঝড় তুলেছেন তারা।
রামগোপালের হাত ধরে বলিউড এর আগেও নতুন অভিনেত্রীর খোঁজ পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভুবনেশ্বরের মেয়ে অপ্সরাকে দেখেই চোখ আটকে গিয়েছিল পরিচালকের।
নিজের ছবিতে সই করাতে আর দেরি করেননি। নবরংপুরের রক এবার অপ্সরার পাশে কতটা ‘রকিং’ হয়ে উঠতে পারেন, সেটাই বড় প্রশ্ন।
তবে ছবি মুক্তির আগে এই আকর্ষণীয় অভিনেত্রীর জন্য যে থ্রিল অনুভব করছেন দর্শকরা, তা নেটদুনিয়ায় চোখ রাখলেই স্পষ্ট।