নতুন মিস ইন্ডিয়া পেল ভারত


মিস ইন্ডিয়া-২০২২ হলেন সিনি শেঠি। ছবি : সংগৃহীত

নতুন সুন্দরী পেল ভারত। কর্ণাটকের সিনি শেঠির মাথায় উঠল ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট।

হিন্দুস্তান টাইমসের খবর, এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সবাইকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতে নিয়েছেন ২১ বছরের সিনি শেঠি।

প্রতিযোগিতায় বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা।

২১ বছরের সিনি শেঠি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। অল্প বয়সে পেলেন সাফল্য। এবার কি তবে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। এমন জল্পনা এখনই শুরু।