নবাগত এসপি এ বি এম মাসুদ হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


অজয় ঘোষ, রাজশাহী: রাজশাহীতে নবাগত এসপি এ বি এম মাসুদ হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। কয়েকদিন আগে রাজশাহীতে যোগ দেয়ার পর বুধবার সকালে জেলা পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় এসপি এ বি এম মাসুদ হোসেন বলেন, আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত রাজশাহী গড়তে চাই। সন্ত্রাসী যেই হোক না কেন তার পরিচয় সন্ত্রাসী। কোন দল, কোন মত আমরা তা চিনি না। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আর মাদকের ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি আছে। সেটার পরিবর্তন হয়নি। আমরাও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করব।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সুমন দে, ইফতেখায়ের আলমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।