প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক এবং মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।
শনিবার বেলা ১১টায় জুম সফ্টওয়্যারের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।