
বুধবার দুপুরে উপজেলার পরিষদ চত্বরে ১৬৮ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নলডাঙ্গা উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ। এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার ইউএনও মোঃ সাকিব আল রাব্বি, উপজেলা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইউএনও অফিসে সুপার মোঃ আসাদ আলী মোল্লা , উপজেলার পরিষদ সিএ, মোঃ নুরুল ইসলাম ছোটন প্রমুখ।
খাদ্য সামগ্রী মাঝে ছিল, ১০ কেজি চাউল,৩ কেজি আটা, ২ লিটার সোয়াবিন তেল,১ কেজি মশুর ডাউল,১ কেজি লবন,১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্চা,সোলা বুট ১কেজি, ১টি লাইফবয় সাবান ও ২ প্যাকেট ডানো দুধের প্যাকেট ।