নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘”দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো’’। এই স্লোগানে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। রোববার (১০ মার্চ) সকাল ১০টার দিকে বের হওয়া র্যালিটি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে ও নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হাসিবুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান(বর্তমানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী) আব্দুল আলীম সরদার।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলার মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কিশোয়ার হোসেন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মেহেরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরদার,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু,বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জহুরুল ইসলাম প্রমুখ।