নলডাঙ্গায় মৌসুমি ফলের স্বাদ নিল মাদ্রাসার এতিম শিশুরা


নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গায় এতিম শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজনে করেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা দিকে(৭ জুলাই) উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে মাদ্রাসার এতিমখানার এতিমদের নিয়ে এ ফল উৎসব করা হয়। চলতি মৌসুমের দেশীয় ফল আম, কাঁঠাল, তরমুজ, জাম, লটকন, ড্রাগন, জামরুল, পেয়ারা, পেঁপে, কলাসহ মৌসুমি ফলের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া।

এবং শিশুরা তৃপ্তিসহকারে মৌসুমি ফলের স্বাদ গ্রহণ করে। ফল উৎসবে নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা সহকারী ( ভূমি) কমিশনার সুমা খাতুন, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফজিয়া ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কিশোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলার প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রাং, নলডাঙ্গা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহিরুল ইসলাম প্রমূখ।