অলিউল হক ডলারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজের এসএসসি’র ফলাফলে জেলায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠান প্রধান সূত্রে জানাগেছে, রবিবার বেলা ১১টায় স্বস্ব প্রতিষ্ঠানে অনলাইলে মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেওয়া হয়।
এবারের এসএসসি ফলাফলে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজ ১৮৬জনে ১১৭জন জিপিএ-৫ অর্জন করেছে। যা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যতম সেরা বলে জানাগেছে।
অন্যদিকে, জেলা সদরে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় ২৪৩জনে ১৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২৬২জনে ১৬২জনের জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ১০০জনে ১৮জন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে ৮৪জনে ১০জন, নাচোল উপজেলা স্কুল ৪০জনে ১০জন জিপিএ-৫ অর্জন করেছে। তবে নাচোল উপজেলার সনামধন্য প্রাচীন প্রতিষ্ঠান নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭৫জনে একজনই জিপিএ-৫ অর্জন করতে পারিনি। এই ফলাফলে অভিভাবক এলাকাবাসী হতাশ ।
বোদ্ধামহলের ধারনা শিক্ষকদের মধ্যে দলাদলি, রাজনৈতিক কোন্দল ও অনভিজ্ঞ শিক্ষক নিয়োগের প্রভাবে এ ফলাফল বিপর্য হয়েছে। প্রতিষ্ঠানটির সুনাম ফিরে আনতে আগামীদিনে শিক্ষা বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামানা করেছেন অভিভাবক ও এলাকাবাসী।