নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজের এসএসসি’র ফলাফলে জেলায় ঈর্ষনীয় সাফল্য অর্জন


অলিউল হক ডলারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজের এসএসসি’র ফলাফলে জেলায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠান প্রধান সূত্রে জানাগেছে,  রবিবার বেলা ১১টায় স্বস্ব প্রতিষ্ঠানে অনলাইলে মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেওয়া হয়।

এবারের এসএসসি ফলাফলে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজ ১৮৬জনে ১১৭জন জিপিএ-৫ অর্জন করেছে। যা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যতম সেরা বলে জানাগেছে। 

অন্যদিকে, জেলা সদরে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় ২৪৩জনে ১৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২৬২জনে ১৬২জনের জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ১০০জনে ১৮জন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে ৮৪জনে ১০জন, নাচোল উপজেলা স্কুল ৪০জনে ১০জন জিপিএ-৫ অর্জন করেছে। তবে নাচোল উপজেলার সনামধন্য প্রাচীন প্রতিষ্ঠান নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭৫জনে একজনই জিপিএ-৫ অর্জন করতে পারিনি। এই ফলাফলে অভিভাবক এলাকাবাসী হতাশ । 

বোদ্ধামহলের ধারনা শিক্ষকদের মধ্যে দলাদলি, রাজনৈতিক কোন্দল ও অনভিজ্ঞ শিক্ষক নিয়োগের প্রভাবে এ ফলাফল বিপর্য হয়েছে। প্রতিষ্ঠানটির সুনাম ফিরে আনতে আগামীদিনে শিক্ষা বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামানা করেছেন অভিভাবক ও এলাকাবাসী।