নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল দশটায় র্যালী শেষে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। হাত ধোয়ার কৌশল শেখান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী।

পরে উপজেলা মিনি কনফারেন্স রুম আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, অফিসার ইনচার্জ মিন্টুর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাইম মুন্নি ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ।