অলিউল হক ডলারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ বুধবার উপজেলার নেজামপুর ও ভোলামোড় বাজারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে, মুখে মাস্ক না পরে ঘুরে বেড়ায় ৯জনকে ২০০ টাকা করে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
এসময় নাচোল থানা এসআই মুকুলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরুত্ব বজায় ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়েছে। সরকারি নির্দেশনা না মানাই এই জরিমানা করা হয়।
ভ্র্যাম্যমান আদালত পরিচালনা কালে তিনি সবাইকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, প্রয়োজনে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাক্স ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।