নাচোলে ৬বছরের শিশু কন্যাকে যৌন নিপিড়নের অভিযোগে ১ব্যক্তি আটক


অলিউল হক ডলারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৬বছরের শিশু কন্যাকে যৌন নিপিড়নের অভিযোগে ১ ব্যক্তি আটক করেছে নাচোল থানা পুলিশ। 

নাচোল থনার ওসি সেলিম রেজা জানান, গত রবিবার (২১জুন) ভিকটিমের মায়ের অভিযোগে নাচোল পৌর এলাকার কন্যানগর গ্রামের আফতাব আলীর ছেলে আনসার আলীকে মাদ্রাসা পাড়া ঘটনা স্থল থেকে আটক করে সোমবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে। 

অন্যদিকে, ভিকটিমকে ডাক্তরী পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।