নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের দ্রুত অপসারনের দাবীতে আইনজীবীদের প্রতিবাদ


নাটোর প্রতিনিধি: নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিনের দ্রুত অপসারনের দাবীতে আইনজীবিরা প্রতিবাদ সভা করেছে। রবিবার বিকেল ৩টার দিকে জাতিয়তাবাদি আইনজীবি ফোরামের সদস্যরা নাটোর আদালত চত্বরে এই প্রতিবাদ সভা করেন।

সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রবিউল হাসান, আলেক শেখ, সাহেদ মাহামুদ,হাসানুজ্জামান বাপ্পি সহ অন্যান্যরা। এ সময় তারা বলেন, নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন নাটোরে দায়িত্ব নেয়ার মাস খানেক পর থেকে নাটোর জজ কোর্টকে দুর্নীতির ভাগার বানিয়ে ফেলেছেন।

তিনি বিচারের নামে নাটোরে অবিচার শুরু করেছেন। তিনি টাকার বিনিময়ে বিচার বিক্রি করেছেন। ফলে নাটোরের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তারা তার দুর্নীতির বিচার দাবী করে সুপ্রীম কোর্ট, আইন মন্ত্রনালয় এবং দুদকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

গত বৃহস্পতিবার তার বদলী হয়েছে কিন্তু তিনি এখনো নাটোরে বহাল রয়েছেন। তারা দ্রুত এই বিচারকের অপসারণ দাবী করেন।