নাটোরে আগুন দিয়ে ভেকু মেশিন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা


নাটোর প্রতিনিধি: নাটোরে অবৈধ ভাবে রাতের অন্ধকারে পুকুর খননের সময় খনন যন্ত্র (ভেকু মেশিন) আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার পাইকরদৌল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের ফসলি জমিতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান ও নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শাহাদত হোসেন জানান,সদর উপজেলার পাইকেরদৌল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে স্থানীয় একরামুল ইসলাম নামে এক ব্যক্তি তার ফসলি জমিতে কয়েক দিন ধরেই রাতের অন্ধকারে অবৈধভাবে ভেকু মেশিন চালিয়ে পুকুর খনন করছিলেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকটি মটর সাইকেলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে গিয়ে খনন কাজে ব্যবহৃত এক্সকেভেটর মেশিনে (ভেকু মেশিন) পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। কে বা কাহারা এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।