নাটোর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য প্রদান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা নেলী, পৌর মেয়র উমা চৌধুরি জলি সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ।
অপর দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভাটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ষরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।