নাটোরে ছাত্রদলের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি


আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:  বাস ভাড়া কমানো এবং ছাত্র-ছাত্রীদের জন্য ভাড়া অর্ধেক করার দাবিতে নাটোরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২১ জুন) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি দেওয়া হয়। 

 জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম. সাধারণ সম্পাদক মাররুফ ইসলাম সৃজন ,সাংগঠনিক স¤পাদক চমক হাসান, সহ-সভাপত মিনহাজ মনির ।

 স্মারকলিপিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণের জন্য বাস ভাড়া কমানো এবং নিম্ন আয়ের পরিবার থেকে আসা শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক মেস ভাড়া নিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে নেতারা। অন্যথায় ছাত্রদল রাজপথে আন্দোলন করবে বলে জানায়।