নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ


নাটোর প্রতিনিধি: নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লাকে (৭০) কুপিয়ে জখম করার অভিযোগ করেছে মুক্তিযোদ্ধার পরিবার। বুধবার সদর উপজেলার লোচনগড় গ্রামে এই ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা সদর উপজেলার রুয়েরভাগ এলাকার বাসিন্দা। আহত মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও আহত মুক্তিযোদ্ধা মকছেদ আলীর পরিবারের সদস্যরা জানান, জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সাথে বিরোধ চলে আসছিল। আজ সকালে মকছেদ আলী মোল্লা বাড়ী থেকে বের হয়ে লোচনগর গ্রামে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর আক্রমন করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লাকে পড়ে থাকতে দেখে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ঘটনাটি কঠোর ভাবে দেখা হবে।