নাটোরে জাল টাকাসহ স্বামী স্ত্রী আটক


নাটোর প্রতিনিধি: নাটোরে জাল টাকা সহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধরাইল বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী এলাকার রিপন আলী ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর হাসান মাহমুদ এসব তথ্য জানান।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধরাইল বাজারে অভিযান চালায় র‌্যাব-৫এর একটি দল। এসময় বাংলাদেশী এক হাজার টাকার ১২ টি এবং পাঁচশত টাকার ২৪টি জাল নোটসহ রিপন আলী ও লাবনী আক্তার রিমু দম্পতিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা জাল নোট সংগ্রহ করে বিভিন্ন এলাকার এজেন্টদের কাছে সরবরাহ করে। পরে মামলা দায়ের করে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।