নাটোর প্রতিনিধি: নাটোরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে ভোক্তা সচেতনতামুলক প্রচারাভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার নাটোর প্রেসক্লাবের সামনে থেকে সিভিল সার্জন অফিস ও ক্যাব জেলা শাখার ব্যানারে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। র্যালিতে উপস্থিত ছিলেন ক্যাব জেলা শাখার সভাপতি শামিমা লাইজু নীলা, সহ-সভাপতি খালিদ বিন জালাল বাচ্চু, সাধারণ সম্পাদক রইস উদ্দিন সরকার, শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলোক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ অন্যান্যরা। পরে তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন।