নাটোরে দুই ট্রাকের ধাক্কায় নিহত ২


নাটোর প্রতিনিধি : নাটোরের আহমেদপুরে বালু ভর্তি একটি চলন্ত ট্রাক পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬ টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদার বাসিন্দা ট্রাক চালক শাহীন হোসেন (২৮) ও হেলপার জসিম (২৬)।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএনএম মাসুদ জানান, রাজশাহী থেকে বালু ভর্তি একটি ট্রাক ঝিনাইদহ যাচ্ছিল। এসময় নাটোর-বনপাড়া মহাসড়কের আহমেদপুর এলাকায় সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।