নাটোরে নতুন করে সাত জন করোনা ভাইরাস শনাক্ত, মোট শনাক্ত ৭৬


আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের নতুন করে আরও সাত জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৭৬জন ।

জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ৪০জন। বৃহস্পতিবার(১১জুন) সন্ধ্যায়সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, আক্রান্ত ব্যক্তিরা হলেন নাটোরে বাগাতিপাড়া উপজেলার ৪ জন,নাটোর সদর উপজেলার ২ জন, ও গুরদাসপুর উপজেলার একজন।

গত ৮ জুন নমুনা দিলে তা রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছিল।

বৃহস্পতিবার ভাইরোলজি বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে ওই ব্যাক্তিদের করোনা সনাক্তের বিষয়টি অবহিত করা হয়। তবে তার সবাই মোটামুটি সুস্থ আছেন।