আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাসুদ নামের এক আট বছরের শিশুর মৃত্যু হয়েছে।বুধবার( জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মাসুদ (৮) উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামের আবেদুর রহমানের ছেলে। নলডাঙ্গা থানা ওসি নজরুল ইসলাম,বুধবার দুপুরে উপজেলার রামশাকাজিপুর কামারপাড়া গ্রামের আবেদুর রহমানের ছেলে মাসুদ গোসল করতে পুকুরের পানিতে নেমে নিখোঁজ হয়।পরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে শিশুটির বাড়িতে নিয়ে যায়।