
অপরদিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত,কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-নওগাঁ নারী আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট বীরমুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, এডভোকেট মালেক শেখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বনজ-ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।