
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে। আবুল কালাম লালুপর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়ায় গ্রামের ইনছার আলীর ছেলে।
ওসি মো: মোনোয়ারুজ্জামান জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে আবুল কালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার থেকে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরপর সন্দেহজনকভাবে আল-আমিন নামে একজনকে আটক করে পুলিশ।
তার জবানবন্দিতে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কালামের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বিলমাড়িয়া ইউনিয়নের সাধুর আখড়া এলাকার পাশের এক পুকুর থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের আপন ভাই শনিবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন।