আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় বুধবার বিকালে বিআরটিসির ট্রাক চাপায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)র এএসআই একরামুল হক নিহত হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান,বিকাল ৩টার দিকে এএসআই একরামুল মোটরসাইকেলে নাটোরের বড়াইগ্রাম থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন।
এসময় বিআরটিসির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন একরাম।