নাটোরে ভূমি সেবা সপ্তাহ শুরু


নাটোর প্রতিনিধি: “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। শনিবার ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। পরে জেলা প্রশাসনের আয়োজনে নাটোর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণপদ চন্দ, অধ্যাপক সুবীধ মৈত্র অলোকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এখন মানুষ ঘরে বসেই খাজনা পরিশোধ করতে ও জমির পর্চা নিতে পারবে।

ঝামেলা মুক্ত, হয়রানি মুক্ত এবং দ্রুততার সাথে ভুমি বিরোধ নিষ্পত্তি সহ নানা সমস্যা আধুনিক পদ্ধতিতে সমাধান করার লক্ষ্যে জনগণকে সচেতন করতে এবং কোন পদ্ধতিতেই কিভাবে তারা সেবা নিতে পারবে সেটি তুলে ধরার লক্ষ্যেই এই ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।