নাটোরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত


নাটোর প্রতিনিধি: নাটোরে আহমেদপুরে সড়ক দুর্ঘটনায় নুর মোহাম্মদ (২৫) নামে আরো এক যুবক নিহত হয়েছে। সোমবার (০১ জুন) আহম্মোদ পুর ব্রিজ এলাকায় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত হয়েছে নিহতের ভাগ্নে। নিহত যুবক নাটোর সদরের কাদিম সাতুরিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান আহমেদ জানান, সন্ধ্যার পর নূর মোহাম্মদ এবং তার ভাগ্নে দু’জনে মিলে বড়াইগ্রামের আহমেদপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে আহমেদপুর ব্রিজ এর মোড়ে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়। 

এতে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ মারা যায়। স্থানীয়রা আহত নূর মোহাম্মদের ভাগ্নেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল ভর্তি করে। পুলিশ ঘাতক ট্রাক এবং এর চালককে আটক করতে পারেনি।