আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে সাপের কামড়ে নূরজাহান বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন)সদর উপজেলার নারায়নপুর বাবলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নুরজাহান একই গ্রামের মামুন হোসেনের স্ত্রী।
নাটোর আধুনিক সদর হাসপাতালে আর এম ও ডাঃ মাহাবুব আলম জানান, নুরজাহান বেগম বাড়ির আঙ্গিনা পরিস্কার করার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসে।
সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পরামর্শ দেন। এরপর নূরজাহান বেগমকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।