নাটোর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে নাটোরে নির্বাচনী মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। বুধবার দুপুর থেকে নাটোরে নির্বাচনী মাঠে টহল দিতে শুরু করে সশস্ত্র বাহিনী।
জেলার ৪টি আসনের ভোটের মাঠে নির্বাচন কমিশনসহ বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে জেলার ৭টি উপজেলায় এক প্লাটুন করে মোট চার’শ জন সেনা সদস্য নিয়োজিত থাকবেন । জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, বগুড়া সেনানিবাস থেকে ৪০০ সদস্য আজ দুপুরে নাটোরে এসে পৌঁছেছে। তারা আজ থেকে আগামি ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে।
এ সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে তারা। প্রতিটি উপজেলায় এক প্লাটুন করে সেনা সদস্য নিয়োজিত থকবেন।