নাটোরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন


নাটোর প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাটোরে ১৪  প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে জেলার ৭টি উপজেলাতেই টহল দিতে দেখা যায় বিজিবি সদস্যদের।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জানান, আগামি ৭ জানুয়ারী সারাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। গতকাল ২৯ ডিসেম্বর নাটোরে ১৪ প্লাটুন বিজিবি সদস্য নাটোরে উপস্থিত হয়েছে।

শনিবার সকাল থেকে তাদের টহল শুরু হয়েছে। নির্বাচন পরবর্তি আগামি ১০ জানুয়ারি পর্যন্ত জেলায় বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে।