নাটোর আবারও জেলা জামায়াতের আমীর হলেন অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম


নাটোর প্রতিনিধি: নাটোর জেলা জামায়াতের আমীর হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন নাটোর সিটি কলেজের অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমীরগণের নাম ঘোষণা করেন।
গত ১১ ও ১২ অক্টোবর নাটোর জেলা জামায়াতের কার্যালয়ে রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ ইং সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ১১০৫ জন নারী ও পুরুষ রুকন। প্রত্যেক ভোটে অধ্যাপক ড. মীর নুরুল ইসলামকে আবারও নাটোর জেলা জামায়াতের আমীর  হিসেবে নির্বাচিত হন।
নাটোর জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান জানান, আজ কেন্দ্রীয় জামায়াতের বৈঠকের মাধ্যমে নির্বাচিত জেলা ও মহানগরী আমীরগণের নাম ঘোষণা করেন আমীরে জামায়াত। আগামী নভেম্বর মাসের মধ্যে জেলা ও উপজেলা জামায়াতের সকল পর্যায়ের দ্বায়ীত্বশীল নির্বাচন সম্পন্ন হবে।