
মুক্তিযোদ্ধা প্রনয় কুমার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভালাইনঘাটি গ্রামের মৃত গজেন্দ্রনাথ সরকারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্রণয় কুমারকে গার্ড অব অনার প্রদান করে।
মৃত প্রনয় কুমারের অন্তেষ্টিক্রিয়া বুধবার (১০ আগস্ট) সকালে ভালাইনঘাটি পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়।
অন্তেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনজুরুল আলম, নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সুবাস কান্ত সরকার, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমূখ।