রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের সিংড়া গ্রামের মোঃ আবুল কালাম এর স্ত্রী মোসাঃ আফরোজা খাতুন (৪৯), গত ২৫ মার্চ ২০২৫ রোজঃ মঙ্গলবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ সময় মোসাঃ আফরোজা খাতুনের পরনে লাল রংয়ের চাদর, জাম রংয়ের বরখা, ছিলো। তার উচ্চতা ৪ থেকে ৫ ফিট, গয়ের রং ফর্সা, মুখ মণ্ডল গোলাকার, তার পেট কিছুটা মোটা। তিনি মানসিক ভাবে অসুস্থ্য। সে কখনো বরখার মুখ খোলেনা। এ ব্যাপারে তার স্বামী মোঃ আবুল কালাম বাদি হয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। যাহার নং- ১৪৭৬, তারিখঃ ২৮/০৩/২০২৫ ইং। যদি কেউ মহিলাটির সন্ধান পান তাহলে মোবাইল নম্বর- ০১৭০৬-৩৬৬১৫৪ জানাতে অনুরোধ জানানো হইল।