দেশের ক্রিকেটে নিজ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে নিশ্চিতভাবে লিটন দাস অন্যতম সেরা। বয়সভিত্তিক, ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দল সব জায়গায় নিজেকে প্রমাণ করেছেন এই ডানহাতি ব্যাটার। তবে, ৯ বছরের ক্যারিয়ারেও ব্যাট হাতে পারেননি ধারাবাহিক হতে। যদিও নিজের এমন অধারাবাহিকতা নিয়ে চিন্তিত নন লিটন।
২০২৪ সালে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন লিটন। কিন্তু বলার মতো রান নেই তার ব্যাটে। ভক্তদের প্রত্যাশা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত রানে ফিরবেন এই ওপেনার, তবে তেমনটা হয়নি। প্রথম তিন ম্যাচে সবমিলিয়ে ৩৬ রান এসেছে তার ব্যাট থেকে। তার এমন অফফর্ম ভাবাচ্ছে নির্বাচকদেরও। সামনেই বিশ্বকাপের দল ঘোষণা, এর আগে দলের অন্যতম সেরা তারকা নিজেকে হারিয়ে খুঁজছেন।
যদিও নিজের এমন অফফর্ম নিয়ে চিন্তিত নন লিটন। গতকাল মঙ্গলবার (৭ মে) ম্যাচশেষে এই সিরিজের অফিশিয়াল ব্রডকাস্টার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, ‘আসলে গণমাধ্যমকে নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার কাজ আমি করে যাচ্ছি। মানুষ সব সময় ফল আশা করে। আপনি যখন ফল দেবেন টানা পাঁচ দিন অনুশীলন না করেন সেটাও ভালো। কিন্তু আপনি টানা অনুশীলন করার পরও যদি ব্যর্থ হন তাহলে মানুষ ভাববে এটাই খারাপ। বিষয়টি নিয়ে আসলে আমি চিন্তিত না।’
তৃতীয় টি-টোয়েন্টিতে দুইবার স্কুপ করে ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারও একই শট খেলার বিষয়ে লিটন বলেন, ‘আসলে আমার কাছে তখন মনে হয়েছে এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা। এ জন্যই আমি চেষ্টা করেছি। যদি বলটা আরেকটু সরে যেত, তাহলে হয়তো বাউন্ডারি পেয়ে যেতাম। এটা ক্রিকেটের অংশ। আপনি কখনও ভালো শট খেলে আউট হবেন আবার কখনও খারাপ শটে রান করতে পারবেন। তবে আমি চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কী হয়।’