নিজ হাতে রান্না করে পুলিশকে ইফতার পাঠালেন নিপুণ


রাপ্র ডেস্ক: করোনা ভাইরাসের শুরু থেকে চিত্রনায়িকা নিপুণকে দেখা গেছে যথেষ্ঠ মানবিকতার পরিচয় দিতে। নিজের বিউটি সেলুনের কর্মীদের অগ্রিম বেতন দিয়ে ছুটি দিয়েছিলেন করোনার শুরুতেই। পরবর্তীতে অসচ্ছলদের জন্য এফডিসিতে সাহায্যও পাঠিয়েছেন। এছাড়া নিয়মিত সেখানকার মানুষদের ইফতার সামগ্রী দিচ্ছেন।

এবার এই চিত্রনায়িকা শতাধিক পুলিশের জন্য নিজ হাতে রান্না তৈরি করে পাঠালেন বিমান বন্দর থানায়! নিজ হাতে রান্না করে সোমবার রাজধানীর বিমানবন্দর থানার ১১৫ জন পুলিশকে ইফতার পাঠিয়েছেন নিপুণ।

বিষয়টি নিয়ে নিপুণ জানান, করোনাযুদ্ধের অন্যতম যোদ্ধা বাংলাদেশ পুলিশের বিমানবন্দর থানার ১১৫ জন পুলিশের জন্য নিজ হাতে আমি ও আমার মা রান্না করে ইফতার পাঠিয়েছি।

নিপুণ জানান, তিনি প্রতিদিনই বনানী- গুলশানের প্রতিটি চেক পোস্টে পালাক্রমে ইফতারি পাঠাচ্ছেন। পাশাপাশি সাধারণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রতিদিন ইফতার দিয়ে যাচ্ছেন।