নিয়ামতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বরন ও বিদায় অনুষ্ঠান


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসা ও পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ে নবীনদের বরন ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, নওগাঁ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু, ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিমুল, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহকারী শিক্ষকসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তৈরি হওয়ার আহ্বান জানান।