শাহজাহান শাজু, নিয়ামতপুর প্রতিনিধি: গতকাল সন্ধ্যায় বেলগাপুর আশ্রয়ণ প্রকল্পের ৫৭ টি পরিবারে বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
জুম কনফারেন্সে সংযুক্ত হয়ে ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করার কথা থাকলেও নেটওয়ার্কের সমস্যার কারণে অডিও কলে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় মন্ত্রী । এসময় তিনি সকল গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিতকরণসহ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের নানাবিধ উদ্যোগ তুলে ধরেন।
করোনা ভাইরাস হতে সুরক্ষিত থাকতে তিনি সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। সরকার থেকে প্রতি পরিবারের জন্য বিনামূল্যে দুটো করে এনার্জি সেভিং বাল্বও প্রদান করা হয়েছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সদর এবং পাঁড়ইল ইউপি চেয়ারম্যান,পল্লী বিদ্যুতের ডিজিএম, বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, জাহিদ হাসান বিপ্লব, এপি রাসেল রানাসহ আশ্রয়ণের উপকারভোগীগণ।