
প্রধান অতথির বক্তৃতায় মন্ত্রী বলেন, তিনি একজন সৎ অফিসার ছিলেন। করোনার ১ম ও ২য় ঢেউয়ে জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। তার সেবা এবং কর্ম নিয়ামতপুর বাসী মনে রাখবে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সকল ইউপি চেয়ারম্যান, অফিসারবৃন্দ প্রমূখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বিদায়ী ইউএনও’র শারীরিক সুস্বাস্থ্য ও ভবিষ্যত কর্মময়জীবনের মঙ্গল কামনা করেন। বক্তব্য শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ।