নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে যৌথ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় ভার্চুয়াল জুমে প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী দলীয় কার্যক্রম জোরালো করার জন্য উপস্থিত সকল নেতা-কর্মীদের তাগিদ দেন। এছাড়াও তিনি দলীয় সকল প্রকার দ্বিধা-দন্দ ভুলে দলীয় কাঠামোকে আরো শক্তিশালী করতে সকলকে এক যোগে কাজ কারার আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স ালনায় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, আওয়ামীলীগের সহ-সভাপতি মরোরঞ্জন মজুমদার, খালেকুজ্জামান তোতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।