নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিজেদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কর্মরত ৩য় শ্রেণির কালেক্টরেট সহকারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে। তারা এই কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেছে গত রবিবার থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলবে এ কর্মবিরতি বলে জানিয়েছেন ৩য় শ্রেণির কালেক্টরেট সহকারীরা ।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসে তাদের দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নূর আলম, সার্টিফিকেট সহকারী সঞ্জয় কুমার পাল, নাজির কাম ক্যশিয়ার নাজমা খাতুন, সার্ভেয়ার ীলোক কুমার মুকুট মনি প্রমুখ। এ সময় সেবা নিতে আসা সেবা প্রত্যাশীরা সেবা না পেয়ে ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে যান।