নিয়ামতপুরে কৃষকলীগের বর্ধিত সভা


মোঃইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায়  কৃষকলীগের বর্ধিত সভা শনিবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাশ চন্দ্র মহন্তের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা পৌরসভার প্যানেল আব্দুল ওয়াহাব, নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ নেতা অমিত কুমার।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ূব হোসাইন, উপজেলা মহিলা লীগের সভাপতি ও   উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম,উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক  শাহনাজ পারভীন,শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক,সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম প্রমুখ।