নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী উদ্যাগতা হুমায়নের মৎস্য খামার পরিদর্শন


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ  যুবরাই লড়বে, সোনার বাংলা গড়বে। যুব সমাজকে মাদক মুক্ত থাকতে হলে প্রত্যেককে উদ্যাক্তা হতে হবে। নিয়ামতপুরে মাছ চাষ, গরু মোটাতাজা করণ, আমবাগান, পেয়ারা বাগান করে স্বাবলম্বি হতে পারে। শিক্ষিত হয়ে শুধু চাকুরীর অপেক্ষায় না থেকে উদ্যাক্তা হওয়ার প্রতি বেশী তাগিত দেন। 

 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উদ্যামী উদ্যাগতা হুমায়ন কবির এর মৎস্য খামার পরিদর্শন কালে এ কথাগুলো বলেন। এ সময় খাদ্যমন্ত্রী মৎস্য খামারে ফিতাকেটে প্রবেশ করেন।

গত বুধবার বিকেলে নিয়ামতপুর উপজেলার কেন্দ্রিয় ঈদগাহ সংলগ্ন হুমায়ন কবির এর মাছ চাষ প্রকল্পের পরিদর্শন কালে আর উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইযুব হোসাইন, নাদিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ্র চন্দ্র বর্মন, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দ, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার, নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ছাত্র নেতা মাহাদী হাসান পায়েল প্রমূখ।

 

পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী মৎস খামারে গাছের চারা রোপন করেন।