নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মোকাররম হোসেন, বীরমুক্তিযোদ্ধা সুবাস কান্ত সরকার, আইসিটি কর্মকর্তা রাসেল রানাসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।