নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও ৪৯তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় জুম এ্যাপের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী বলেন, একমাত্র সমবায় পারে দেশকে এগিয়ে নিতে। তাই সমবায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সমবায়ে আগ্রহী করতে হবে, নতুন করে সদস্য নবায়ন করতে হবে এবং নতুন করে সবকিছু ঢেলে সাজাতে হবে। আর এজন্য তিনি সংশ্লিষ্টদের জোর তাগিদ দেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম। সভায় স্বাগত বক্তৃতা করেন সমবায় কর্মকর্তা রুহুল আমীন।